দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

সিলেটসহ ৩ বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা

দ্য সিলেট ডেস্ক |

সংগৃহীত।

সিলেটসহ দেশের তিন বিভাগের বেশির ভাগ জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। বাকি বিভাগগুলোতে বৃষ্টি কম হতে পারে। শুক্রবার এক পূর্বাভাসে এমন তথ্য জানায় বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ শুক্রবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশির ভাগ জায়গায় এবং সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, বৃষ্টিপাতের পরিমাণ আগামীকাল শনিবার থেকে আরও বাড়বে। আগামী মঙ্গলবার পর্যন্ত দেশজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর কিছু এলাকায় বৃষ্টিপাত কমতে পারে। তবে বিচ্ছিন্নভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে ২৩ দশমিল ৯ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ১৩৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ