দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

মাধবপুরে ৩০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২

দ্য সিলেট প্রতিবেদন:

হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। শুক্রবার ভোরে র‍্যাব-৯ এর একটি অভিযানিক দল তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- ভোলা জেলার দৌলতখান উপজেলার চরসবি গ্রামের মৃত নূরুল ইসলাম এর ছেলে মো. আং হান্নান (৩৮) ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামের মো. সেলিম মিয়ার ছেলে মো. জামাল মিয়া (২৭)।

র‍্যাব জানায়, উপজেলার জগদীশপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা চত্বরে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তাকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক জব্দকৃত মালামালসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ