দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

বালাগঞ্জে ডেইযুসের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বালাগঞ্জ প্রতিনিধি:

পরিবেশ রক্ষায় সচেতনতা সৃষ্টি ও সবুজায়নের লক্ষ্যে বালাগঞ্জে মুসলিমাবাদ অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ কর্মসূচি। অবিভক্ত বালাগঞ্জের অরাজনৈতিক সামাজিক সংগঠন ডেকাপুর ইসলামি যুব সংঘ (ডেইযুস) – এর উদ্যোগে শুক্রবার বিকেল ৪টায় ডেইযুস কার্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, সমাজকর্মী ও এলাকাবাসী অংশ নেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট আলেম ড. মুফতি সৈয়দ শহীদ আহমদ বোগদাদী।

তিনি বলেন, “গাছ শুধু প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে না, এটি একটি প্রজন্মকে নৈতিকতার শিক্ষাও দেয়। একটি গাছ মানে একটি ছায়া, একটি শ্বাস, একটি আগামী।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মির্জা ওয়েছ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ জুয়েল রানা। শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন অফিস সম্পাদক শেখ আব্দুল করিম।

বিশেষ অতিথি ছিলেন—সংগঠনের অন্যতম উপদেষ্টা মির্জা আবদুল হক জালালাবাদী, সহ-সভাপতি ডা. মির্জা আবু নাসের এম. রাহেল, সাংগঠনিক সম্পাদক মির্জা এলেমান, অর্থ সম্পাদক মির্জা সিরাজ, পাঠাগার সম্পাদক শেখ আব্দুল বাছিত, সদস্য এড. সাইফুল ইসলাম চৌধুরী সহ অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

রোপিত গাছের প্রজাতি
এই কর্মসূচির আওতায় মোট ৫০টি বৃক্ষ রোপণ করা হয়। এর মধ্যে ছিল—আম – ১০টি, লিচু – ৫টি, আমলকি – ১০টি, রেইনট্রি (শিরিষ) – ১০টি, কাঠবাদাম – ৫টি, নিম – ৫টি, বেল – ৫টি
সবগুলো গাছ এলাকার জলবায়ু ও পরিবেশ বিবেচনায় নির্বাচন করা হয়েছে।

ডেইযুসের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে তারা ইউনিয়নের বিভিন্ন স্কুল-মাদরাসা, ঈদগাহ ও কবরস্থানে গাছ লাগানোর পরিকল্পনা হাতে নিয়েছে। পাশাপাশি ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ পরিবেশ সচেতনতামূলক সেমিনার ‘‘সবুজ সপ্তাহ’’ পালনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

অনুষ্ঠান শেষে দেশ জাতি ও পরিবেশের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ