দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

বালাগঞ্জ শীতল পাটির কারিঘর ও ব্যবসায়ীদের সাথে ডিসির মতবিনিময়

বালাগঝ্জ প্রতিনিধি:

সিলেটের বালাগঞ্জ উপজেলার শীতল পাটি প্রস্তুতের সাথে সংলিষ্ট কারিঘর এবং ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা
অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুজিত কুমার চন্দ।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

এ সময় উপস্থিত ছিলেন বালাগঞ্জ থানার অফিসার ইন চার্জ মো. ফরিদ উদ্দিন, বালাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আশিকুর রহমান, সিনিয়র মৎস্য কর্মকর্তা সনজয় দেবনাথ, সমাজ সেবা কর্মকতা জুয়েল আহমদ, শিক্ষা কর্মকর্তা আব্দুর রকিব ভুইয়া, সমবায় কর্মকর্তা উৎপল চক্রবর্তী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিদ্যুৎ কান্তি দাশ, যুব উন্নয়ন কর্মকতা এ কে এম আহাম্মদ উল্লাাহ, বালাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, প্রশাসনিক কর্মকর্তা সফিকুর ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুরজাহান বেগম হাসি, মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহার, শীতলপাটি উদ্যেক্তা শাহাব উদ্দিন শাহিন, স্থানীয় সাংবাদিক বৃন্দ, ও শীতল পাটি প্রস্তুতের সাথে সংলিষ্ট কারিঘর ও ব্যবসায়ীগন। শীতল পাটির উন্নয়নে নানা সিন্ধান্ত গৃহিত হয়।

আলোচনা শেষে প্রধান অতিথি, শীতল পাটি প্রদর্শনী ও বিক্রয় কেন্ত্র উদ্বোধন করেন। শীতল পাটির উন্নয়নে প্রশিক্ষণ, বাজারজাতকরণ, প্রচার প্রচারনা, মুর্তাচাষী, শীতল পার্টি কারিগর, বিক্রেতা, উদ্যোক্তা, নিয়ে ২ বছর মেয়াদী পরিকল্পনা সহ একাধিক পদক্ষেপ গ্রহন করা হয়েছে।

উল্লেখ্য, ৬ ডিসেম্বর ২০১৭ সালে সাউথ কোরিয়ায় ইউনেস্কোর দ্বাদশ আর্ন্তজাতিক সম্মেলনে নির্বস্তুক সাংস্কৃতিক পর্ষদ এর সভায় বাংলাদেশ সময় ১টা ৩২ মিনিটে বালাগঞ্জে ঐতিহ্য শীতল পাটি কে ইনটেনজিবল কালচার হেরিটেজ এ তালিকাভুক্তি ঘোষনার মাধ্যমে বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান লাভ করে বালাগঞ্জের শীতল পাটি।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ