দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

হবিগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছোট ভাই খুন, বড় ভাই হাসপাতালে

দ্য সিলেট প্রতিবেদন |

হবিগঞ্জ শহরে ভোররাতে ঘটে প্রবেশ করে ছুরিকাঘাত করে এক স্কুলছাত্রকে হত্যা করেছে একদল দুর্বৃত্ত। নিহত জনি দাস (১৭) শহরের চৌধুরী বাজার এলাকার নির্দন দাসের ছেলে। তিনি হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার ভোররাতে শহরের চৌধুরী বাজার এলাকার ডেমেম্বর এলাকায় নির্দন দাসের বাড়িতে মর্মান্তিক এই ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার (জনি) বড় ভাই জয় দাস। তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, ভোররাতে নির্দন দাসের বাড়িতে একদল দুর্বৃত্ত প্রবেশ করে। এসময় চোরবেশী এক যুবককে আটকানোর চেষ্টা করেন জনি। তখন দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করলে ভাইকে বাঁচাতে এগিয়ে যান বড় ভাই জয় দাস। পরে তাকেও ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

রক্তমাখা অবস্থায় দুই ভাইকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক জনি দাসকে মৃত বলে ঘোষণা দেন। জয় দাসের অবস্থাও গুরুতর।

স্থানীয় লোকজন বলছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তাদের দাবি, চোরবেশে আসা দুর্বৃত্তরা মূলত জনিকে খুন করতেই এসেছিল। তারা এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) সজল সরকার জানান, জনি দাসের মরদেহ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ