দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

স্বেচ্ছাসেবক দলের নেতাকে ছিনতাইকারী সাজিয়ে ন্যাড়া করল কর্মীরা

দ্য সিলেট প্রতিবেদন ||

ছবি: সংগৃহীত।

সিলেটে নগরীতে ছিনতাইকারী সাজিয়ে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে মারধর করেছে নিজ দলের নেতাকর্মীরা। পরে তাকে ন্যাড়া করে দেওয়া হয়। ইতোমধ্যে এ ঘটনার তদন্ত শুরু করছে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দল।

জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যায় নগরীর দর্শনদেউড়ি এলাকায় দলীয় নেতাকর্মীদের হাতে মারধরের শিকার হন সিলেট নগরীর বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এমদাদুল ইসলাম মিজান। তাকে শারীরিক নির্যাতন ও ন্যাড়া করে একটি ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

বর্তমানে তিনি সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এ ব্যাপারে জানতে চাইলে সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খান বলেন, আমরা তদন্ত শুরু করেছি। তদন্ত শেষে গণমাধ্যমে আমরা প্রেসবিজ্ঞপ্তি পাঠাবো। তখন বিস্তারিত জানতে পারবেন বলে সংযোগ কেটে দেন।

এ ব্যাপারে কেন্দ্রিয় বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী দ্য সিলেটকে বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বিষয়টি দেখছেন।

এদিকে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী দ্য সিলেটকে বলেন, বিষয়টি শুনেছি। কি কারণে এমন ঘটনা ঘটেছে গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে পরবর্তীতে বিস্তারিত জানাতে পারবো।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ