দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

সুনামাগঞ্জ ও হবিগঞ্জে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু

দ্য সিলেট ডেস্ক :

প্রতীকী ছবি।

সুনামগঞ্জ ও হবিগঞ্জে পানিতে ডুবে ৪ শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) শাল্লা ও মাধবপুর উপজেলায় মর্মান্তিক এ দুটি ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে তিন ছেলে ও দুই মেয়েসন্তান রয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে ডেস্ক রিপোর্ট-

সুনামগঞ্জ: জেলার শাল্লা উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলার মির্জাকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলো— একই উপজেলার সীমেরকান্দা গ্রামের সরাজ মিয়ার ছেলে আকিব মিয়া (৬) ও কবির হোসেনের ছেলে তানভীর হোসেন (৫)।

জানা যায়, নিহত শিশু আকিব মিয়া (৬) মির্জাকান্দা গ্রামে তার মামা লিল মিয়ার বাড়িতে বেড়াতে আসে। গ্রামের কবির হোসেনের ছেলে তানভীর হোসেন (৫) এর সাথে খেলছিল আকিব। একপর্যায়ে দুজনেই পুকুরে পড়ে যায়। উদ্ধার করে তাদের শাল্লা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সর নিয়ে এলে আবাসিক চিকিৎসক ডা. রাজীব বিশ্বাস জানান, দুজনকে মৃত বলে ঘোষণা করেন।

এ বিষয়ে শাল্লা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

হবিগঞ্জ: জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া গ্রামে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলো—উপজেলার শাহজানপুর ইউনিয়নের দক্ষিণ সুরমা গ্রামের আনাম মিয়ার ছেলে একরাম মিয়া (৭) ও বরুড়া গ্রামের সুলেমান মিয়ার মেয়ে তামান্না আক্তার (৭)।

স্থানীয় সূত্র জানায়, দুপুরে একরাম ও তামান্না খেলতে খেলতে বাড়ির পাশের একটি পুকুরে ডুবে যায়। পরে স্থানীয়রা পুকুর থেকে শিশু দুটিকে মৃত অবস্থায় উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করে।

মাধবপুর থানার ওসি সহিদ উল্ল্যা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ