দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

টাঙ্গুয়ায় মদের বোতল হাতে কে সেই নারী

দ্য সিলেট প্রতিবেদন ||

সুনামগঞ্জের পর্যটনকেন্দ্র টাঙ্গুয়া হাওরে এক নারীর হাতে মদের বোতলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। “সুন্দরী রুমি” নামের ফেইসবুক আইডি থেকে ভিডিওিটি আপলোড দেয়া হয়েছে।

ভিডিওতে দেখা যায়, মদের বোতল হাতে নিয়ে মদ পান করতে করতে ছোট নৌকা করে ঘুরছেন তিনি। কখনো পানিতে নেমে বোতল থেকে ওয়ান টাইম প্লাস্টিকের কাপ দিয়ে মদ পান করছেন। আবার সেই ভিডিওগুলো তার ফেইসবুক ফেইস বুক আইডি রুমি থেকে আপলোড দিচ্ছেন। এতে ফেসবুকে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।

পরিবেশ কর্মী আবু সাইদ বলেন, টাঙ্গুয়া হাওরে মদের বোতল হাতে ভাইরাল হওয়া নারীর ভিডিওটি আপত্তিকর। কমেন্টে অনেকেই এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

হাউসবোট ওনার্স এ্যাসোসিয়েশনের সভাপতি আরাফাত হোসেন দ্য সিলেটকে জানান, টাঙ্গুয়া হাওরে মদের বোতল হাতে এক নারীর একটি ভিডিও এবং বেশ কিছু ছবি আমাদের নজরে এসেছে।

তাহিরপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবুল হাসেম বলেন, এরকম একটি ভিডিও আমিও দেখেছি। খোঁজ নিচ্ছি। ভবিষ্যতে এ ধরনের কর্মকান্ড যাতে না হয় সবাইকে সতর্ক থাকতে বলেছি।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ