দ্য সিলেট

শনিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২ আশ্বিন, ১৪৩২
শনিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২ আশ্বিন, ১৪৩২

জগন্নাথপুরে ৫ উপস্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নেই, সেবা পেতে ভোগান্তি

জগন্নাথপুর প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৫টি ইউনিয়নের উপস্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক নেই অনেক দিন ধরে। এতে অন্তত দুই লাখ মানুষের চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। চিকিৎসক না থাকায় ইউনিয়নবাসী আস্থা হারাচ্ছে এসব উপস্বাস্থ্যকেন্দ্রের ওপর।

স্বাস্থ্যকেন্দ্রের তথ্য অনুযায়ী, উপস্বাস্থ্য কেন্দ্রগুলোয় একজন চিকিৎসক ও একজন স্বাস্থ্য সহকারী, একজন নার্স, একজন ফার্মাসিস্ট, একজন এমএলএস বা সাঠকর্মীর পদ থাকলেও, এর কোনোটিতে জনবল নেই। বর্তমানে একজন করে মিডওয়াইফের মাধ্যমে চলছে উপস্বাস্থ্য কেন্দ্রগুলো। সপ্তাহে এক থেকে দু’দিন উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসকরা পালাক্রমে সেখানে গিয়ে দায়িত্ব পালন করেন। এতে করে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী।

খোঁজ নিয়ে জানা গেছে, জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া, মিরপুর ইউনিয়নের হাসান ফাতেমাপুর, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল ও আশারকান্দি ইউনিয়নের জহিরপুরে ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে দীর্ঘদিন ধরে জনবল সংকটে চিকিৎসাসেবা বিঘ্নিত হচ্ছে।

স্থানীয় বাসিন্দা শাহীন তালুকদার দ্য সিলেটকে বলেন, শিগগিরই রোগীদের সেবা নিশ্চিতে প্রয়োজনীয় চিকিৎসক, নার্সসহ জনবল নিয়োগ দিয়ে দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে সরকারের দায়িত্বশীল বিভাগ কার্যকর পদক্ষেপ নেয়ার আহবান স্থানীয়দের।

জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কৃপেশ রঞ্জন রায় দ্য সিলেটকে জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দু’জন চিকিৎসককে ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। তারা পালাক্রমে দায়িত্ব পালন করেন।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ