দ্য সিলেট প্রতিবেদন |

ভালো আচরণ, শৃঙ্খলা মেনে চলা ও আত্মসংশোধনের প্রমাণ পাওয়ায় মেয়াদপূর্তির আগেই সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন ৮ বন্দি। কারাবিধির ৫৬৯ ধারা অনুযায়ী সাজা মওকুফ করে গতকাল মঙ্গলবার (০১ জুলাই) তাদের মুক্তি দেয় সরকার।
সিলেট কেন্দ্রীয় কারাগারের জেলার শাখাওয়াত হোসেন বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।
মুক্তি পাওয়া বন্দিরা হলেন- বাদশা মিয়া (৫৩), জামাল উদ্দিন (৩৯), নৌশাদ আলী (৬২), শ্যামন সিং (৪৭), শামীম আহমদ (৪৩), মিন্নাত আলী (৫২), মুজিবুর রহমান (৬১) ও আব্দুল মুক্তাদির (৫১)।
জেলার শাখাওয়াত জানান, কারাবিধির ৫৬৯ ধারা ও ফৌজদারি কার্যবিধির ৪০১ (১) ধারায় রাষ্ট্রপতির ক্ষমতা বলে অন্তত ২০ বছর সাজা ভোগ করা যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এ আসামীদের মুক্তি দেওয়া হয়।