দ্য সিলেট ডেস্ক ||

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তির বয়স ছিল ৮০ বছর। তিনি মৌলভীবাজার জেলার বাসিন্দা বলে জানা গেছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তিনি মারা যান।
বুধবার (০২ জুলাই) সকালে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত ২৬ জুন একই হাসপাতালে করোনায় আরো একজনের মৃত্যু হয়েছিল। এ নিয়ে চলতি মৌসুমে সিলেটে করোনায় ২ জনের মৃত্যু হলো।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ৪১টি নমুনা পরীক্ষা করে ১টি নমুনায় করোনার জীবাণু ধরা পড়েছে। এ নিয়ে চলতি বছরে এ বিভাগে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ জনে।