দ্য সিলেট

শনিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২ আশ্বিন, ১৪৩২
শনিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২৫, ১২ আশ্বিন, ১৪৩২

রেজিস্ট্রি ফি বৃদ্ধির খবরে জগন্নাথপুরে জমি কেনাবেচার হিড়িক

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

প্রবাসী অধ্যুষিত সুনামগঞ্জের জগন্নাথপুরে জমি কেনাবেচার রেজিস্ট্রির হিড়িক পড়েছে। গত রেববার সকাল থেকে রাত পর্যন্ত এই একদিনে দলিল রেজিস্ট্রার হয়েছে ৮৭টি। যা গত এক বছরের কেনাবেচার সর্বোচ্চ রেকর্ড। চলতি বছরের জুলাই মাস থেকে জমিকেনায় রেজিস্ট্রি ফি বাড়ছে এমন খবরে জমি কেনাবেচার হিড়িক পড়ে। এর আগে গত মঙ্গলবার ও রবিবার দুই দিনে ১৭২টি দলিল রেজিস্ট্রার সম্পাদন হয়।

উপজেলা সাবরেজিস্টার কার্যালয় জানায়, জুলাই মাস থেকে দলিল কেনায় ফি বাড়বে এবং রেজিস্ট্রি প্রক্রিয়ার জটিলতা বাড়তে পারে এমন খবরে অনেকে তাড়াহুড়ো করে জমির দলিল রেজিস্ট্রার করেছেন। রবিবার জুন মাসের শেষ রেজিস্ট্রি হিসেবে সকাল থেকে জগন্নাথপুর সাব রেজিস্ট্রারের কার্যালয়ে ক্রেতা বিক্রেতার ভিড় দেখা যায়। রাত ১০ টা পর্যন্ত দলিল রেজিস্ট্রি হতে দেখা যায়। এ উপজেলায় সাবরেজিস্টার পদ শূন্য থাকায় একজন সাবরেজিস্টার কে জেলার তিন উপজেলায় দায়িত্ব পালন করতে হচ্ছে। যার প্রেক্ষিতে সপ্তাহে একদিন প্রতি মঙ্গলবার জগন্নাথপুর উপজেলায় দলিল রেজিষ্ট্রি হয়ে থাকে। জুন মাসের মাঝামাঝি সময়ে জুলাই থেকে দলিল রেজিস্ট্রি ফি বাড়ছে এমন খবর ছড়িয়ে পড়ে। এতে গত মঙ্গলবার ৮৪ টি দলিল রেজিস্ট্রার হয়েছে। আগামী মঙ্গলবার ১ জুলাই হওয়াতে ক্রেতা বিক্রেতার চাপে রবিবার এসে দলিল রেজিস্ট্রারের দাপ্তরিক কাজ করতে হয় সাবরেজিস্টার সাইফুল আলমকে।

জগন্নাথপুর উপজেলা দলিল লেখক সমিতির কোষাধ্যক্ষ দ্বীপক কুমার দে জানান, নতুন অর্থ বছর জুলাই মাস থেকে জমি কেনাবেচার ফিস বাড়বে এমন খবর ক্রেতা বিক্রেতার মধ্যে ছড়িয়ে পড়ে। এতে ক্রেতা বিক্রেতার মধ্যে বাড়তি আগ্রহ দেখা যায়। তাদের আগ্রহে জগন্নাথপুরে গত দুই দিনে স্বাভাবিকের চেয়ে অতিরিক্ত দলিল রেজিস্ট্রার হয়েছে।

জগন্নাথপুর উপজেলা সাবরেজিস্টার সাইফুল আলম জানান, জুলাই মাস থেকে উৎস কর বাড়ছে তাই দলিল রেজিস্ট্রি ফি বাড়বে। ক্রেতা বিক্রেতার সুবিধা ও চাপে আমি রবিবারও জগন্নাথপুরে দায়িত্ব পালন করেছি। তিনি জানান, অর্থ বছরের শেষ দিনে জগন্নাথপুরে এই বছরের সর্বোচ্চ দলিল রেজিস্ট্রার হয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ