দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬ মাসের কারাদণ্ড

দ্য সিলেট ডেস্ক ||

সংগৃহীত।

আদালত অবমাননার মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ৬ মাস কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এছাড়া নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।

বুধবার (০২ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

গত ১৯ জুন এ মামলায় পূর্ণাঙ্গ শুনানির জন্য এ ওয়াই মশিউজ্জামানকে অ্যামিকাস কিউরি নিয়োগ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে শুনানির জন্য ২ জুলাই দিন ধার্য করেন ট্রাইব্যুনাল।

তাদের বিরুদ্ধে ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়েছি’ বক্তব্যের পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ আনা হয়।

প্রসিকিউশন জানায়, পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও শেখ হাসিনা নিজে উপস্থিত হননি, কোনো আইনজীবীর মাধ্যমে ব্যাখ্যাও দেননি। এ অবস্থায়, ট্রাইব্যুনাল এখন আইন অনুযায়ী সংশ্লিষ্টদের শাস্তি দিতে পারে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ