দ্য সিলেট প্রতিবেদন |

হবিগঞ্জের নবীগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ ২ জন নিহত হয়েছেন। দূর্ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।নবুধবার (০২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।
নিহত নারী যাত্রীর নাম আনোয়ারা বেগম। তার বাড়ি পাবনায়। আর চালক নাঈম আহমদ জয় সিলেট নগরীর সুবিদবাজার মাইক্রোবাস শ্রমিক উপ-কমিটির সদস্য বলে জানা গেছে।
জানা যায়, সিলেট থেকে ঢাকায় যাচ্ছিলেন
আনোয়ার বেগম ও তার পরিবার। পথে শেরপুর বাজারে সিলেটমুখি বেপরোয়া গতির একটি ট্রাকের সাথে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
শেরপুর হাইওয়ে পুলিশের ওসি পরিমল দেব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই মাইক্রোবাসে চালকসহ মোট ৬ জন যাত্রী ছিলেন। এরমধ্যে ২ জনের মৃত্যু হয়েছে এবং বাকি যাত্রীরা আহত। তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।