দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

হবিগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত

দ্য সিলেট প্রতিবেদন :

ছবি: ভিডিও থেকে নেওয়া।

হবিগঞ্জের মাধবপুরের বেজুড়ায় যাত্রীবাহী বাস ও কাঁঠালবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। নিহত লিটন মিয়া (৪১) পিকআপ ভ্যানের চালক ছিলেন বলে খবর পাওয়া যাচ্ছে।

মঙ্গলবার (০১ জুলাই) বিকেল ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের বেজুড়া নামক স্থানে এ দূর্ঘটনাটি ঘটে। লিটন মিয়া হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পশ্চিস জাহিদপুর গ্রামের দিলাওর মিয়ার ছেলে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, লাশ হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দূর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানায়, ঘটনার সময় টিআর পরিহনের একটি যাত্রবাহী বাস ও সিলেটগামী একটি কাঁঠালবাহী পিকআপ ভ্যান- এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালক লিটন ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিটনের লাশ উদ্ধার করে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ