দ্য সিলেট প্রতিবেদন ||

সিলেটের জৈন্তাপুর উপজেলায় ভারতীয় গরুর ফ্রোজেন মাংসের বড় চালান জব্দ করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল অভিযান পরিচালনা করে ৪ হাজার কেজি ভারতীয় ফ্রোজেন গরুর মাংস জব্দ করে। এসময় মাংস পাচারের সঙ্গে জড়িত ৫ জনকে আটক করা হয়েছে।
গতকাল সোমবার (৩০ জুন) বিকেলে ২৭ বীর ইনফ্যান্ট্রি রেজিমেন্টের একটি টহলদল তাদের আটক করে।
আটকরা হলো- জৈন্তাপুর উপজেলার কহাইগড় এলাকার মৃত ফখর উদ্দিনের ছেলে নাজিম উদ্দিন (৪৫), রামেশ্বর এলাকার সেতু দেবনাথ (৩৫), হেমু মুকামপাড়া গ্রামের আবদুল্লাহ (৩১), বগুড়ার শিবগঞ্জ উপজেলার মো. রাব্বানী (২৩) এবং আকাশতারা গ্রামের মো. শুভ (১৬)। জিজ্ঞাসাবাদে তারা মাংস পাচারের বিষয়টি স্বীকার করেছে।
জানা যায়, সোমবার বিকাল ৩টার দিকে তামাবিল-সিলেট মহাসড়কের চিকনাগুল শুক্রবারী বাজার এলাকায় একটি ট্রাক ও মাইক্রোবাস আটক করে তল্লাশি চালালে ট্রাক থেকে ১৬০টি কার্টনে থাকা মোট ৪ হাজার কেজি ফ্রোজেন মাংস জব্দ করা হয়।
সেনাবাহিনী জানায়, এসব মাংস অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে এনে ঢাকার যাত্রাবাড়ী এলাকায় একটি কোল্ড স্টোরেজে পৌঁছানোর পরিকল্পনা ছিল পাচারকারীদের। পরে জব্দকৃত এসব মাংস জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।