
হবিগঞ্জে আব্দুর রহমান নামে এক ভূয়া চিকিৎসককে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (০১ জুলাই) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রনজিৎ চন্দ্র দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে একমাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেন।
দুপুরে শহরের রাজনগর এলাকায় হায়দার আলী ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় ওই ডায়াগনস্টিক সেন্টারে আব্দুর রহমান নামে একজন ফিজিওথেরাপিস্টকে পাওয়া যায়। যিনি দীর্ঘদিন ধরে নিজেই রোগীদের ওষুধ লিখে দিচ্ছিলেন।
তিনি নিজেকে ‘প্রফেসর ডা. আব্দুর রহমান’ পরিচয় দিয়ে চিকিৎসা কার্যক্রম চালাচ্ছিলেন। বিষয়টি জেলা প্রশাসককে জানালে জেলা প্রশাসক ড. মো. ফরিদুর রহমান ঘটনাস্থলে যান। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার শরীফ মো. সানজিদ জানান, ওই ডায়াগনস্টিক সেন্টারে বসে ফিজিওথেরাপিস্ট আব্দুর রহমান দীর্ঘদিন ধরে নিজেই রোগীদের ওষুধ লিখে দিচ্ছিলেন।