দ্য সিলেট প্রতিবেদন:

সিলেটের বিশ্বনাথ উপজেলায় সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসীকে স্বস্ত্রীক আটক করেছে সেনাবাহিনী। সোমবার (৩০ জুন) ভোর ৫টার দিকে তাদের আটক করা হয়।
আটক দুজন হলেন উপজেলার ফাটাপইন গ্রামের মৃত আলহাজ আলীর ছেলে মো. তবারক আলী (৩৭) ও তার স্ত্রী সাবিনা আক্তার (২৯)।
সেনাবাহিনীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানা যায়, সোমবার ভোর ৫টার দিকে বিশ্বনাথ থানার ফাটাপইন এলাকার শীর্ষ সন্ত্রাসী তবারক আলী (৩৭) ও তার সহযোগী স্ত্রী সাবিনা আক্তারকে (২৯) সেনাবাহিনীর যৌথ অভিযানে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দা বটি ৪ টি, চাপাতি ৫ টি, দা ৩ টি, বড় ছুড়ি ১ টি, ছোট ছুরি ১৪ টি, মোবাইল অ্যান্ড্রয়েড ২ টি, মোবাইল বাটন ২ টি, চেক বই মোট ১৬ টি, মোবাইল সিম ১২ টি, ডেবিট কার্ড ৩ টি, নগদ টাকা ২ লাখ ১৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
পরবর্তীতে তাদের বিশ্বনাথ থানার হস্তান্তর করা হয়েছে।