দ্য সিলেট প্রতিবেদন |

গত ২৪ ঘন্টায় সিলেটে আরও জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ দিন ২৬টি নমুনা পরীক্ষা করে ৪টি নমুনায় করোনাভাইরাস পজিটিভ আসে। নতুন এই ৪ জন নিয়ে সিলেটে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ২৪ জনে।
আজ সোমবার সিলেট বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
আক্রান্তদের মধ্যে ৪ জন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
চলতি বছর করোনা আক্রান্ত হয়ে একজনের (৭৯) মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে তিনি মারা যান।