দ্য সিলেট ডেস্ক |

সিলেট নগরীতে অবৈধভাবে টিলা কাটার অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে বিএনপি নেতাসহ ৫ জনকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সিলেট নগরীর ৩৭ নম্বর ওয়ার্ডের কুমারগাঁও মৌজায় টিলা কাটার এই ঘটনা ঘটেছে।
অভিযুক্তরা হলেন- যুক্তরাজ্য পোর্টসমাউত সিটি শাখা বিএনপির সাবেক আহ্বায়ক শাহ এম এ হক, তার একান্ত সহযোগী আশফাক আহমেদ, এয়ারপোর্ট থানার ডলিয়া এলাকার আলাউদ্দিন হাসু, টিলারগাঁও এলাকার সুহেল আহমদ ও জালালাবাদ থানার বড়গুল এলাকার সিদ্দেক আলী।
গতকাল রোববার পরিবেশ অধিদপ্তরের সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়। নোটিশে ‘অভিযুক্তদের আগামী ৬ জুলাই সকাল ১০ টায় শুনানিতে হাজির হতে নির্দেশ প্রদান করা হয়েছে।
নোটিশে বলা হয়, ‘কুমারগাঁও মৌজায় টিলা ভূমি কর্তনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ধরনের কার্যক্রমের ফলে পরিবেশ ও প্রতিবেশব্যবস্থার মারাত্মক ক্ষতিসাধন হয়েছে; যা পরিবেশ সংরক্ষণ আইনের পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। অতএব, আগামী ৬ জুলাই সকাল ১০ টায় অধিদপ্তরে হাজির হয়ে তার ব্যাখ্যা দেওয়ার অনুরোধ করা হলো। ব্যর্থতায় একতরফা আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
পরিবেশ অধিদপ্তর সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক মো. বদরুল হুদা বলেন, ‘আমরা জমির মালিকসহ টিলা কাটায় জড়িত ব্যক্তিদের শুনানিতে ডেকেছি। কেটে ফেলা টিলা পরিমাপ করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’