দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

গ্রিন লাইন বাস থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার, দুজন আটক

দ্য সিলেট প্রতিবেদন |

সংগৃহীত।

সিলেটের দক্ষিণ সুরমায় গ্রিন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল জব্দ করেছে পুলিশ। এসময় মাদক বহন করার দায়ে দুজনকে আটক করা হয়।

রোববার (২৯ জুন) দিবাগত রাত ১১টার দিকে দক্ষিণ সুরমার পিরোজপুর এলাকায় চেকপোস্ট বসিয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা দুজন হলেন- লক্ষীপুর জেলার বিল্লাল (২৮) ও মুন্সিগঞ্জ জেলা রতন মিয়া (৪৮)। বর্তমানে তারা সিলেট নগরীর কাজিটুলা এলাকায় থাকেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আটকদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা হয়েছে। সোমবার (৩০ জুন) আদালতের মাধ্যমে তাদেরকে সিলেট কারাগারে পাঠানো হয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ