দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

একদিনে ডেঙ্গুতে ৪২৯ জন করোনায় ২১ জন আক্রান্ত

দ্য সিলেট ডেস্ক:

সংগৃহীত।

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১ জনের দেহে করোনার জীবাণূ পাওয়া গেছে। তবে এসময়ে আক্রান্ত কারও মৃত্যু হয়নি। নতুন আক্রান্ত ১৩ জনকে নিয়ে চলতি বছর মোট করোনাক্রান্ত হয়েছেন ৫৬৯ জন।

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩৮৪টি নমুনা পরীক্ষা করে ১৩টি নমুনায় করোনার জীবাণূ পাওয়া গেছে। তবে এসময়ে কেউ মারা যায়নি। চলতি বছরে এ পর্যন্ত করোনায় ২২ জন মৃত্যু হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪২৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এটি চলতি বছরে একদিনে সর্বোচ্চ। তবে এদিন ডেঙ্গুতে আর কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বরিশাল বিভাগে ১৪৯ জন, চট্টগ্রাম বিভাগে ৫৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৬১, ঢাকা উত্তর সিটিতে ৪২ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৪৫ জন, খুলনা বিভাগে ২১ জন এবং রাজশাহী বিভাগে ৫৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সোমবার (৩০ জুন) হাসপাতালে ভর্তি হয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ৪২ জন।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ