দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

সিলেটে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দ্য সিলেট প্রতিবেদন ||

সংগৃহীত।

সিলেট মহানগরীর বিমানবন্দর থানার কান্দিপাড়া টিলাগাঁওয়ে অন্তরা দাস (২৩) নামে এক কলেজছাত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত অন্তরা দাস (২৩) সুনামগঞ্জের দিরাই থানার কুচিরগাঁওয়ের মলয় কান্তি দাসের মেয়ে। বর্তমানে তারা কান্দিপাড়া টিলাগাঁওয়ে থাকেন। অন্তরা সুনামগঞ্জ সরকারি কলেজের বিবিএ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

জানা যায়, ঘটনার সময় অন্তরা নিজের ঘরে উচ্চস্বরে গান বাজাচ্ছিলেন এবং তার মা রান্নাঘরে ব্যস্ত ছিলেন। দীর্ঘ সময় ধরে গান চলতে থাকায় সন্দেহবশত তিনি মেয়ের কক্ষে এসে দেখতে পান সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচানো অবস্থায় অন্তরার নিথর দেহ ঝুলছে। পরে বিমানবন্দর থানায় খবর দিলে পুলিশ গিয়ে রাত সাড়ে ৯টার দিকে তার লাশ উদ্ধার করে।

এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) আব্দুল বাছেদ সরকার জানান, লাশের সুরতহাল প্রতিবেদন শেষ ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অন্তরা দাস আত্মহত্যা করেছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ