দ্য সিলেট প্রতিবেদন:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় পাথর ভাঙ্গার ক্রাশার মিলে অভিযান পরিচালনা করেছে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। অভিযানে ১৭টি ক্রাশার মেশিন ধ্বংস ১০টি বিদ্যুতের মিটার বিচ্ছিন্ন ৩টি মিলের অফিস ঘর ভাঙ্গা ও ১ লক্ষ ৪০ হাজার ঘনফুট পাথর জব্দ করা হয়েছে।
সোমবার দিনভর জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমানের নেতৃত্বে কলাবাড়ি ও ধলাই সেতু এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিএমডির প্রসিকিউশন অফিসার, উপজেলা ও ভূমি অফিসের কর্মচারী, পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমান জানান, অবৈধ পাথর উত্তোলন বন্ধ ও পরিবেশের ক্ষতি করে পাথর ভাঙ্গার বিরুদ্ধে আমরা অভিযান চালাচ্ছি। এমন অভিযান পর্যায়ক্রমে নিয়মিত চলবে।


