দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

আবু সাঈদ হত্যা : ট্রাইব্যুনালে ৩০ জনের নামে অভিযোগ দাখিল

দ্য সিলেট ডেস্ক |

সংগৃহীত ছবি।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ হত্যা মামলায় ৩০ জনকে আসামি করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

সোমবার প্রসিকিউশনের পক্ষ থেকে বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়।

আবু সাঈদ হত্যা মামলায় এখন পর্যন্ত চার আসামি গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছে। এরা হলেন— এসআই আমীর হোসন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রক্টর শরীফুল ইসলাম এবং বেরোবির ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক এমরান চৌধুরী আকাশ।

এছাড়াও তদন্ত প্রতিবেদনে আবু সাঈদ হত্যার সঙ্গে ৩০ জনের সম্পৃক্ততার বিষয় উঠে এসেছে।

প্রসিকিউশন ট্রাইব্যুনালকে জানিয়েছে, ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। এ ঘটনায় সরাসরি জড়িত ছিলেন সাবেক এসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম ও ছাত্রলীগ কর্মী ইমরান চৌধুরী আকাশসহ আরও অনেকে সহায়তা ও উসকানি দিয়েছেন।

২০২৪ সালের ১৬ জুলাই কোটা নিয়ে আন্দোলনের সময় রংপুরে পুলিশের গুলিতে আবু সাঈদ নিহত হন। সেদিন থেকেই সারাদেশে আন্দোলন ছড়িয়ে পড়ে। পরদিন থেকে সারা দেশে ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করা হয়। তুমুল গণ-আন্দোলনের মুখে ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতন হয়। সেদিন হাসিনা তার বোন রেহানাকে নিয়ে দেশে ছেড়ে ভারতে পালিয়ে যান।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ