দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

নবীগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

দ্য সিলেট ডেস্ক |

ছবি: সংগৃহীত।

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ৭ মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শেফালী বেগম (২৬) বড় ভাকৈর গ্রামের হেলাল মিয়ার স্ত্রী। তার স্বামী ঢাকায় চাকরি করেন।

গতকাল শনিবার সন্ধ্যায় স্বামীর বাড়ি থেকে শেফালীর লাশ উদ্ধার করে থানাপুলিশ। তিনি তিন সন্তানের জননী এবং ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

এদিকে তার মৃত্যু ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি আত্মহত্যা না পরিকল্পিত হত্যা না স্বাভাবিক মৃত্যু তা নিয়ে চলছে নানা আলোচনা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় শেফালীর শাশুড়ি তাকে ঘরের মেঝেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। সাড়া শব্দ না পেয়ে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা বলে দেন।

খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে।

নবীগঞ্জ থানার ওসি শেখ মো. কামরুজ্জামান বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু না অস্বাভাবিক মৃত্যু সেটি ময়নাতদন্তের রিপোর্ট পেলে বলা যাবে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ