দ্য সিলেট প্রতিবেদন:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অভিযান চালিয়ে ১৮টি পাথর ভাঙার ক্রাশার মেশিনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। রোববার তৃতীয়বারের মতো অভিযান চালায় টাস্কফোর্স।
অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবির। এসময় উপজেলা প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, পরিবেশ অধিদপ্তর, পুলিশ, বিজিবি ও বন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এর আগে, ১৮ ও ২৫ জুন জাফলংয়ে অভিযান চালায় টাস্কফোর্স। অভিযানে প্রথম দফায় ৬৭টি এবং দ্বিতীয় দফায় ৭৭ টি যন্ত্রের বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হয়েছিল।
সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ আশিক কবির বলেন, ‘এসব অবৈধ স্থাপনা ও কার্যক্রমের বিরুদ্ধে যৌথ অভিযান অব্যাহত থাকবে।’