দ্য সিলেট প্রতিবেদন:

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। শনিবার (২৮ জুন) হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় ৭৯ বছর বয়সী করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
তিনি আরও বলেন, হাসপাতালে করোনা আক্রান্ত আরও তিনজন চিকিৎসাধীন রয়েছেন। তিনজনের মধ্যে দুইজন আইসিইউতে রয়েছেন।
এদিকে গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ২২টি নমুনা পরীক্ষা করা হলেও কোনো রোগী শনাক্ত হয়নি।
উল্লেখ্য, নতুন করে চলতি বছরে সিলেট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ জন। এদের মধ্যে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮ জন।