দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

কলম্বো টেস্ট: ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

দ্য সিলেট ডেস্ক |

ছবি: সংগৃহীত।

ইনিংস ব্যবধানে হারের লজ্জা এড়াতে পারলো না শান্তর দল। কলম্বো টেস্টের চতুর্থ দিন সকালে আধঘণ্টার একটু বেশি সময় টিকল বাংলাদেশের ইনিংস। ৩৪ বলে শেষ ৪ উইকেট খুইয়ে বসল সফরকারীরা। আর তাতেই ইনিংস ও ৭৮ রানে হেরে শ্রীলংকার কাছে সিরিজ হারল বাংলাদেশ।

৯৬ রান, চতুর্থ দিন সকালে বাংলাদেশের ‘আপাতত’ লক্ষ্যটা তাই ছিল। এই রানটা তুলতে পারলেই ইনিংস ব্যবধানে হারের লজ্জাটা এড়ানো যেত। সেটা করতে হলে বড় ভূমিকা পালন করতে হতো লিটন দাসকে। তার সঙ্গী ছিলেন তাইজুল ইসলাম। তবে সেটি আর হলো না।

ভরসার লিটন দিনের দ্বিতীয় ওভারে আউট হয়ে গেলে হার এড়ানোটা অসম্ভব হয়ে যায় টাইগারদের পক্ষে।

এরপর নাঈম হাসান স্টাম্পড হলেন লিটন বিদায় নেওয়ার ১২ বল পরেই। প্রবাথ জয়াসুরিয়ার পরের ওভারে তাইজুল ফিরতি ক্যাচ দিলেন তাকে। তাতে পাঁচ উইকেট পূরণ হয় লঙ্কান বাঁহাতি স্পিনারের। আর বাংলাদেশের ইনিংস হারটা হয়ে যায় সময়ের অপেক্ষা।

সে অপেক্ষাটা খুব বেশি বড় হয়নি। পরের ওভারেই থারিন্দু রত্নায়েকের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন এবাদত হোসেন। চতুর্থ দিনে বাংলাদেশের ইনিংস টেকে মোটে ৩৪ বল। ম্যাচটা হারতে হয় ইনিংস ও ৭৮ রানে। ১-০ ব্যবধানে হারতে হয় সিরিজটাও।

সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ প্রথম ইনিংস ২৪৭/১০
শ্রীলংকা প্রথম ইনিংস ৪৫৮
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস ১৩৩/১০ (মুশফিকুর রহিম ২৬, এনামুল হক বিজয় ১৯; প্রবাথ জয়াসুরিয়া ৫/৫৬)
ফল– শ্রীলংকা ইনিংস ও ৭৮ রানে জয়ী।
সিরিজ– শ্রীলংকা ১-০ ব্যবধানে জয়ী।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ