দ্য সিলেট ডেস্ক:

গত ২৪ ঘন্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) দেশে করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজনের বাড়ি সিলেটে, অপরজন চট্টগ্রামের বাসিন্দা। একই সময়ে নতুন করে আরও ৭ জনের শরীরে করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে।
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৭ জনের শরীরে এ ভাইরাস শনাক্ত হয়েছে। একইসঙ্গে মৃত্যু হয়েছে দুই জনের। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত করোনায় মোট ২২ জনের মৃত্যু হলো। আর এ বছর এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩৫ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৬২ জন। এই সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে একজনের। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৯ হাজার ৪৮৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ৪১ জনের।