দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

হোটেল থেকে আ.লীগ সভাপতিকে ধরে পুলিশে দিল বিএনপি নেতাকর্মীরা

দ্য সিলেট ডেস্ক:

ছবি: সংগৃহীত।

জামিনে থাকা আওয়ামী লীগের এক নেতাকে ধরে পুলিশে দিয়েছে রাজশাহী বিএনপির নেতাকর্মীরা। শুক্রবার রাতে নগরের সাহেববাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে ধরে তাকে পুলিশে দেওয়া হয়।

পুলিশে সোপর্দ করা নাম মাইনুল ইসলাম স্বপন (৫৫)। তিনি রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তানোর থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি। এ মামলায় মাইনুল জামিনে ছিলেন।

জানা গেছে, আবাসিক হোটেলে আওয়ামী নেতা লুকিয়ে আছেন এমন খবরে সেখানে জড়ো হোন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। পরে হোটেল থেকে তাকে বের করে জেরা করতে থাকেন তারা। এ সময় মাইনুল বলেন, তার বিরুদ্ধে তানোর থানায় একটি মামলা আছে। এ মামলায় তিনি আদালত থেকে জামিন নিয়েছেন। পরে বিএনপির নেতাকর্মীরা তাকে ধরে বোয়ালিয়া থানায় সোপর্দ করেন।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, ‘মাইনুল ইসলামের বিরুদ্ধে আমাদের থানায় কোনো মামলা নেই। তাকে পুলিশে সোপর্দ করা হলে ছাত্র-আন্দোলনে হামলার একটি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়। তাকে আদালতে পাঠানো হবে।’

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ