দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

সিলেটে জামায়াত নেতার পক্ষে প্রচারণায় আওয়ামী লীগ নেতা

দ্য সিলেট প্রতিবেদন ||

বক্তব্য রাখছেন কালা মিয়া। ছবি ভিডিও থেকে

সিলেটের কোম্পানীগঞ্জে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য পদপ্রার্থী জয়নাল আবেদীনের পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি। এক মতবিনিময় সভায় ওই আওয়ামী লীগ নেতার দেওয়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এনিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

আলোচিত ওই নেতার নাম কালা মিয়া। তিনি সিলেটের কোম্পানীগঞ্জের উত্তর রণিখাই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি।

ভাইরাল ওই ভিডিতে দেখা যায়, কালা মিয়া বক্তব্য রাখছেন। পাশেই সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন বসা। কোম্পানীগঞ্জ-গোয়াইনঘাট-জৈন্তাপুর নিয়ে গঠিত সিলেট-৪ আসনে তাকে প্রার্থী ঘোষণা করেছে জামায়াত। তিনি জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

গত বৃহস্পতিবার উপজেলার বেকিমোড়ার পাড় বাজারে জয়নাল আবেদীনের মতবিনিময় সভায় এমন বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা কালা মিয়া। যদিও জয়নাল আবেদীনের দাবি, এটি কোন মতবিনিময় সভা নয়, বরং একটি বিয়ের অনুষ্ঠানে অনানুষ্টানিক আলাপ।

ফেসবুক ছড়িয়ে পড়া বক্তব্যের চুম্বক অংশ দ্য সিলেটের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো-

ছড়িয়েপড়া বক্তব্যে কালা মিয়াকে বলতে শুনা যায়, যায়, ‘আওয়ামী লীগ সরকার আবার এই দেশে আইতে হইলে (আসতে হলে), জন্ম নিতে হইলে, ১০-১৫ বছরের আগে সম্ভব নয়। যদি আইত পারে, দীর্ঘ দিন যাইত ওইব ওলান (অপেক্ষা করতে হবে)।’

জামায়াত নেতা জয়নাল আবেদীন প্রসঙ্গে আওয়ামী লীগ নেতা কালা মিয়া বলেন, ‘এখন আমরার চেয়ারম্যানসাব (জয়নাল) আইছইন, সামনেদি (আসছেন সামনে) নির্বাচনে এমপি পদপ্রার্থী ওইবা (হবেন) আল্লাহর যদি হুকুম ওয়। আর তাইন পাস করতা পারইন (তিনি পাস করতে পারলে) আমরার এলাকার মানুষ যারা ভোট দিবা; যারা হাটবা-খাটবা তারতো মূল্যায়ন পাইত। যদিন ফেইলও মারইন, তা-ও মূল্যায়ন পাইত। ফেইল মারলেও তো এমপি। আমরা আশা করছি, আল্লাহ পাস কারাউক্কা। দলে যদি সরকার গঠন না করে; তবে আমরা ইগু আশাবাদী জামায়াতে ইসলাম বিরোধী দল থাকব। এর তাকি বেশি দূরে না যাইয়ার।’

কালা মিয়া আরও বলেন, ‘আমরাও চাইরাম আমরার সেন্টারে জামায়াতে ভোট পাউক অর্ধেক, আর বিএনপি নেউক অর্ধেক। তাঁরাও যেহেতু নির্যাতিত…আগে পাইছইন না; তারাও পাইত। আমরা চাইরাম সমান সমান ফিফটি ফিফটি করিয়া।’

এ বিষয়ে জানতে আওয়ামী লীগ নেতা কালা মিয়ার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয় জানতে চাইলে জামায়াত নেতা জয়নাল আবেদীন বলেন, আমি ওই এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে স্থানীয়দের নিয়ে অনানুষ্ঠানিক বৈঠক করি। বৈঠকে কালা মিয়া বিভিন্ন প্রসঙ্গ টেনে ফিফটি ফিফটি ভোটের কথা বলেছেন। তাকে আমি আগে চিনতাম না।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ