দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

বালাগঞ্জে দি হাঙ্গার প্রজেক্টের উদ্যোগে জেন্ডার সচেতনতামূলক কর্মশালা

বালাগঞ্জ প্রতিনিধি:

দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর উদ্যোগে সিলেটের বালাগঞ্জে ইয়ুথ গ্রুপ সদস্যদের নিয়ে দিনব্যাপী জেন্ডার সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার তওরুননেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ কর্মশালার উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল খালেক।

কর্মশালায় উপস্থিত ছিলেন শান্তি সহায়ক গ্রুপ (পিএফজি) বালাগঞ্জ উপজেলা কমিটির কো-অর্ডিনেটর শাহাব উদ্দিন শাহিন। মূল সেশন পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট সিলেট এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হুদা এবং সিলেট FIND (Female Initiative for National Development) কো-অর্ডিনেটর আকলিমা চৌধুরী।

কর্মশালায় অংশগ্রহণ করেন কামরুল ইসলাম, শাহারিয়ার আহমদ, আবু ফজলে রাব্বি জিহাদ, হোসাইন আহমদ, হাবিবুর রহমান তাজ, বদরুল ইসলাম, সাজু আহমদ, জুয়েল আহমদ, ইমরান আহমদ, আব্দুল আজিজ, প্রেমকৃষ্ণ ধর অঙ্গন, ইমা বেগম, সাজেদা বেগম, লাকী বেগম, পারভিন বেগম, ফারজানা বেগম, নাদিয়া বেগম, মারজানা বেগম ও নুরজাহান আক্তার মিম।

কর্মশালায় ‘জেন্ডার ও সেক্স-এর পার্থক্য’, ‘নারী নির্যাতন প্রতিরোধ’, ‘নারী-পুরুষের কাজের বিভাজন’, ‘বৈষম্য নয়, শান্তি ও সম্প্রীতি’, ‘তরুণদের সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ’ এবং ‘মানবকল্যাণে নেতৃত্বদান’—এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

কর্মশালার আয়োজকরা জানান, সমাজে বিদ্যমান জেন্ডারভিত্তিক বিভাজন দূর করতে এবং তরুণদের সচেতন ও নেতৃত্বদানে সক্ষম করে তুলতেই এই আয়োজন। অংশগ্রহণকারী তরুণরা কর্মশালায় সক্রিয়ভাবে মতামত দেন ও নানা কার্যক্রমে যুক্ত হন।

দি হাঙ্গার প্রজেক্ট দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শান্তি, নেতৃত্ব ও জেন্ডার সমতার বিষয়ে সচেতনতামূলক কাজ করছে। এ ধরনের কর্মশালার মাধ্যমে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভবিষ্যতের নেতৃত্ব তৈরি হবে বলেও আয়োজকরা আশা প্রকাশ করেন।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ