দ্য সিলেট প্রতিবেদন |

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়েতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার সন্ধ্যায় সিলেট নগরীর কুদরত উল্লাহ জামে মসিজদে এক অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি একথা বলেন।
ডা. শফিকুর বলেন, দুটি কারণে স্থানীয় নির্বাচন আগে হওয়া উচিত। বর্তমানে জাতীয় সরকারের সকল স্তরে এক ধরনের বিশৃংখল অবস্থা বিরাজ করছে। এটা সমাধানে শুধু সরকারকে একার পক্ষে কাজ করা সম্ভব হবে না, সকল রাজনৈতিক দলকেও একযোগে কাজ করতে হবে।
আরেকটি কারণ হলো, নির্বাচন কমিশনের দক্ষতা ও বিশ্বাসযোগ্যতা প্রমাণের ক্ষেত্রে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত।
জামায়াত আমির আরও বলেন, কূটনীতিকরা আমাদেরকে নানা প্রশ্ন রাখেন। তারা জানতে চান, আমরা ক্ষমতায় গেলে পোশাক কোড কী হবে, মাইনরিটি ও নারীর অধিকার কী হবে। আমরা তাদেরকে কোরআন মোতাবেক যতটুকু জানি, ততটুকু বলেছি।
তিনি বলেন, পৃথিবীতে এমন কোনো সম্প্রদায় নেই, যেখানে আল্লাহ নবী পাঠান নাই। কুরআনের ভাষা বিশ্ব নবীর ভাষা। কোরআনই একমাত্র কিতাব, যেটা পৃথিবীর সকল ভাষায় অনুবাদ হয়েছে। বাইবেলে হাত লেগেছে, কিন্তু কোরআনের একটি অক্ষরেও হাত লাগে নাই। এটা কোরআনের সবচেয়ে বড় মুযিজা।
নুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূরের সভাপতিত্বে এবং আনজুমানে খেদমতে কুরআন সিলেটের সেক্রেটারী হাফিজ মিফতাহুদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ নুরুজ্জামান আল মাদানী।