দ্য সিলেট ডেস্ক:

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আগামীর রাজনীতি যেন ফ্যাসিবাদের জন্ম না দেয়। এর মাধ্যমে যেন জনপ্রত্যাশা পূরণ হয়। রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থ ভুলে যেন দেশ ও জাতির স্বার্থ দেখতে পারেন সেদিকে নজর দেওয়া উচিত।’
আজ শুক্রবার সকালে মৌলভীবাজারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এসময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার শাহেদ আলী, সাবেক জেলা আমির আব্দুল মান্নান, সেক্রেটারি মো. ইয়াসির আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
পরে কুলাউড়া উপজেলার শেরপুর গ্রামে হত্যাকাণ্ডের শিকার স্কুলছাত্রী নাফিসা জান্নাত আনজুমের কবর জিয়ারত করেন জামায়াত আমির। এসময় শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘নাফিজা জান্নাত আনজুম হত্যার মর্মান্তিক সংবাদ ঢাকা থেকে শুনেছি। এ খবরে আমি অত্যন্ত মর্মাহত। মেয়েটির বাবার সঙ্গে আলাপ করেছি। নিষ্পাপ মেয়েটিকে হত্যা করে তার পরিবারের ওপর যে জুলুম করা হলো সেটি কোনোভাবে মেনে নেওয়া যায় না।’