দ্য সিলেট ডেস্ক ||

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সাড়ে ১০ মাসে প্রায় ১ হাজার অবকাঠামো, স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে। এই স্থাপনার মধ্যে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগের রাজনীতিবিদদের নামে নামাঙ্কন করা হয়েছিল।
গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এ তথ্য জানান।
সহকারী প্রেস সচিব বলেন, ‘আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে প্রায় এক হাজার অবকাঠামো, স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়।
পরিবর্তিত ৯৭৭টি অবকাঠামো এবং প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- সেনানিবাস, বিমান ঘাঁটি, নৌবাহিনীর জাহাজ, মেগাসেতু, সড়ক, স্থাপনা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, গবেষণা কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
ইতোমধ্যে এসব প্রতিষ্ঠানের অধিকাংশের নাম পরিবর্তন করা হয়েছে। বাকিগুলোর নাম পরিবর্তনের কাজ প্রক্রিয়াধীন।