দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

সাড়ে ১০ মাসে আওয়ামী লীগ আমলের ৯৭৭ স্থাপনার নাম বদল

দ্য সিলেট ডেস্ক ||

ছবি: সংগৃহীত।

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সাড়ে ১০ মাসে প্রায় ১ হাজার অবকাঠামো, স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করেছে। এই স্থাপনার মধ্যে রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগের রাজনীতিবিদদের নামে নামাঙ্কন করা হয়েছিল।

গতকাল বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি এ তথ্য জানান।

সহকারী প্রেস সচিব বলেন, ‘আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে প্রায় এক হাজার অবকাঠামো, স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়।

পরিবর্তিত ৯৭৭টি অবকাঠামো এবং প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- সেনানিবাস, বিমান ঘাঁটি, নৌবাহিনীর জাহাজ, মেগাসেতু, সড়ক, স্থাপনা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, গবেষণা কেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

ইতোমধ্যে এসব প্রতিষ্ঠানের অধিকাংশের নাম পরিবর্তন করা হয়েছে। বাকিগুলোর নাম পরিবর্তনের কাজ প্রক্রিয়াধীন।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ