দ্য সিলেট ডেস্ক ||

সিলেটে জাল প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দেওয়ার চেষ্টাকালে এক ছাত্রীকে আটকের পর ১ বছরের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে সিলেট সরকারি কলেজ কেন্দ্রে ধরা পড়েন তিনি। পরে ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তাকে এই সাজা দেওয়া হয়।
সিলেট জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মাহমুদ আশিক কবির দ্য সিলেটকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আটক শিক্ষার্থীর নাম তাহমিনা আক্তার। তিনি সিলেটের মদন মোহন কলেজের শিক্ষার্থী। তার বাড়ি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলায়।
জানা যায়, বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার প্রথম দিন পরীক্ষা কেন্দ্রে দুই ছাত্রী একই রোল নম্বরের প্রবেশপত্র দেখান। পরে যাচাই করে নিশ্চিত হওয়া যায়, তাহমিনার প্রবেশপত্রটি ভুয়া। অপর ছাত্রী ফয়জিয়া আক্তার ছিলেন প্রকৃত পরীক্ষার্থী।
জিজ্ঞাসাবাদে তাহমিনা বলেন, নির্ধারিত সময়ে পরীক্ষার ফি জমা না দেওয়ায় তার ভাই একজন দালালের মাধ্যমে প্রবেশপত্র সংগ্রহ করেন। বিষয়টি সম্পর্কে তিনি জানতেন না।
সিলেট জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার মাহমুদ আশিক কবির বলেন, জাল প্রবেশপত্র ব্যবহার করে পরীক্ষা দিতে আসায় শিক্ষার্থীর দোষ প্রমাণিত হওয়ায় তাকে এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
তবে বিষয়টি এখনো জানেন না বলে দাবি করেছেন সিলেট শিক্ষা বোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক এম সাইফুল ইসলাম। তিনি বলেন, সেই পরীক্ষা কেন্দ্রের দায়িত্বশীলরা এখনো বিষয়টি আমাকে জানায়নি।