দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

সিলেটে ‘ভূয়া’ প্রবেশপত্র নিয়ে এইচএসসি পরীক্ষার হলে ছাত্রী

দ্য সিলেট প্রতিবেদন |

সিলেটে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে জাল প্রবেশপত্র নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করেছিলেন এক ছাত্রী। বৃহস্পতিবার (২৫ জুন) সিলেট সরকারি কলেজ কেন্দ্রে এমন ঘটনা ঘটে।

এ ঘটনায় আটক মোছা. তাহমিনা আক্তার নামের ওই ছাত্রীকে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি মদন মোহন কলেজের শিক্ষার্থী বলে দাবি করেছেন।

জানা গেছে, পরীক্ষা শুরুর আগে প্রবেশপত্র যাচাইয়ের সময় বিষয়টি কেন্দ্র কর্তৃপক্ষের চোখে ধরা পড়ে, দুটি এডমিট কার্ডে একই রোল নম্বর ও তথ্য রয়েছে। দুজনই নিজেদের মদন মোহন কলেজের শিক্ষার্থী বলে পরিচয় দেন। যাচাই-বাছাই শেষে প্রকৃত পরীক্ষার্থী ফয়জিয়া আক্তারকে পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া হয়, আর ভুয়া ধরা পড়েন তাহমিনা।

জিজ্ঞাসাবাদে তাহমিনা জানান, নির্ধারিত সময়ের মধ্যে ফি দিতে না পারায় তার ভাই এক দালালের মাধ্যমে টাকা জমা দেন এবং সেখান থেকেই এডমিট কার্ড সংগ্রহ করেন। পরে কেন্দ্রে এসে বুঝতে পারেন, সেটি ছিল জাল। তিনি বলেন, ‘আমি কিছুই জানতাম না, সবকিছু আমার ভাই করেছে। ঘটনার সময় কান্নায় ভেঙে পড়েন তাহমিনা।

সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ এ জেড এম মাঈনুল হোসেন জানান, ‘ছাত্রীটি যদি প্রতারণার শিকার হয়ে থাকে, তাহলে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মানবিক বিবেচনায় তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ