দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

সিলেটে ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

দ্য সিলেট প্রতিবেদন|

ছবি: সংগ্রহ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) ধাক্কায় খয়রুন বিবি (৭০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত খয়রুন বিবি শনির গ্রামের খলিলুর রহমানের স্ত্রী

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল সাড়ে ৭টার দিকে লেংগুড়া ইউনিয়নের শনির গ্রামে এ দূর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে রাস্তা পারাপারের সময় ইজিবাইকের ধাক্কায় বৃদ্ধা ওই নারী গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা দেন।

গোয়াইনঘাট থানার ওসি সরকার তোফায়েল আহমেদ বলেন, একটি ইজিবাইকের সঙ্গে ধাক্কা লেগে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশটি ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ