দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

মৌলভীবাজার সীমান্তে ২৫ জনকে ঠেলে দিল বিএসএফ

দ্য সিলেট প্রতিবেদন ||

ছবি: সংগৃহীত।

মৌলভীবাজারের দুই উপজেলার সীমান্ত দিয়ে ২৫ জনকে ঠেলে পাঠিয়েছে ভারতীয় বিএসএফ। বৃহস্পতিবার ভোরে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার সীমান্ত এলাকা দিয়ে তাদের ঠেলে দেয় বিএসএফ। এদের মধ্যে ১৯ জনকে পুলিশ এবং ৬ জনকে বিজিবি জওয়ানরা আটক করেছে।

আটকরা হলেন- শরীয়তপুরের সখিপুর থানার মো. বিল্লাল (৫১), মরিয়ম বেগম (৪০), নিলুফার বেগম (৩৮), যশোরের শর্শা উপজেলার আলি মিয়া (৬০), মো. মিলন শেখ (৩৫) ও তার স্ত্রী মুসলিমা খাতুন (৩০), রহিমা খাতুন (৪৫), রুপালী বেগম (৩৫), একই জেলার ঝিকরগাছা উপজেলার শাহানারা খাতুন (৫০), নড়াইল জেলার কালিয়া উপজেলার শেফালী (৩৫) স্বপ্না বেগম (১৫), সাতক্ষীরার কলেরা উপজেলার আমির মোল্লা (১৪), রিমা খাতুন (২৭), রিমা খাতুন (২৭), আলী মিয়া (৬০), রহিমা খাতুন (৪৫), শাহানারা খাতুন (৫০), চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার খোরশেদ আলম (৩১) ও তাসলিমা খাতুন (৩৫)।

শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, ভোরে শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কাকমারা সীমান্ত দিয়ে নারী পুরুষ ও শিশুসহ ১৯ জনকে আমরা আটক করে থানায় নিয়ে আসি।

ওসি বলেন, আটকরা নড়াইল, যশোর, নোয়াখালীসহ বিভিন্ন জেলার বাসিন্দা বলে তারা পুলিশকে জানিয়েছে। আটকদের মধ্যে পুরুষ ৬ জন নারী ৯ জন ও ৪ শিশু রয়েছে।

অপরদিকে কমলগঞ্জ উপজেলার দলই সীমান্ত দিয়ে আরও ৬ জনকে এপারে ঠেলে দিয়েছে করেছে বিএসএফ। ৪৬ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল এস এম জাকারিয়া জানান, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ