দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

টাঙ্গুয়ার হাওরে গিয়ে গাঁজা সেবন, ৫ পর্যটককে কারাদণ্ড

সুনামগঞ্জ প্রতিনিধি |

ছবি: সংগৃহ।

সুনামগঞ্জের পর্যটনকেন্দ্র টাঙ্গুয়ায় হাওরে ঘুরতে এসে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করায় ৫ পর্যটককে কারাদণ্ড দেওয়া হয়েছে। গতকাল বুধবার রাতে মধ্যনগর এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে তাদের ৫ দিনের জেল ও ৫০ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়।

সাজাপ্রাপ্তরা হলেন- তাহসিন আহমেদ, ইশাক হোসেন শান্ত, আনাফ রাজিন, নাসির হোসাইন, আহমেদ মাহফুজ। তারা সবাই শিক্ষার্থী বলে জানা গেছে।

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা উজ্জ্বল রায় জানান, টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা এই ৫ পর্যটক নৌকা ঘাট এলাকায় গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের এই দণ্ড দেওয়া হয়।

তিনি আরও জানান, টাঙ্গুয়ার হাওরে আসা পর্যটকদের অবশ্যই নিয়মনীতি মেনে চলতে হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ