দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

আড়াইশ রানের আগেই থামল বাংলাদেশ

দ্য সিলেট ডেস্ক ||

ছবি: সংগৃহীত।

কলম্বো টেস্টের ৮ উইকেট খুইয়ে ২৪৭ রান তুলে প্রথম ইনিংস শেষ করল বাংলাদেশ। আজ দ্বিতীয় দিনে বাংলাদেশ খেলল মোটে সাড়ে ৮ ওভার। আর দলীয় পুঁজিতে যোগ হলো মাত্র ২৭ রান। তাইজুল ইসলামের ত্রিশ পেরোনো ইনিংসে ভর করে ২৪৭ রানে থেমেছে বাংলাদেশের প্রথম ইনিংস

বাংলাদেশের পক্ষে প্রথম ইনিংসে সর্বোচ্চ ৪৬ রান করেন সাদমান ইসলাম। এ ছাড়া মুশফিকুর রহিম ৩৫, লিটন দাস ৩৪, তাইজুল ৩৩ এবং মেহেদী হাসান মিরাজ ৩১ রান করেন।

আগেরদিন প্রথমে ব্যাট করতে নেমে এনামুল হক বিজয়ের উইকেট দিয়েই ব্যাটিং বিপর্যয়ের শুরুটা হয় টাইগারদের। ১০ বল খেলেও তিনি শূন্য রানে ফেরেন। এরপর মাত্র ৭৬ রানেই ৪ উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। সফরকারীরা কেবল পঞ্চাশোর্ধ রানের (৬৭) একটি জুটি পায় মুশফিক-লিটনের ব্যাটে। এ ছাড়া বড় জুটি গড়তে পারেননি আর কেউই।

আজ দ্বিতীয় দিনের চতুর্থ ওভারেই এবাদত হোসেনকে হারায় বাংলাদেশ। পরের ওভারেই তাইজুলকে ফেরান দিনেশ চান্দিমাল।

লঙ্কানদের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট শিকার করেন আসিথা ও দিনুশা। এ ছাড়া বিশ্ব ফার্নান্দো নেন ২ উইকেট।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ