দ্য সিলেট প্রতিবেদন:

সিলেটে মঙ্গলবার আরও একজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ২৬টি নমুনা পরীক্ষা করে একটি নমুনায় করোনাভাইরাসের জীবাণু পাওয়া গেছে।
নতুন শনাক্ত এই একজনকে নিয়ে বর্তমানে সিলেট বিভাগে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ১৫ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮ জন।
এদের মধ্যে ৫ জন সিলেট শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া নর্থইস্ট, আল-হারামাইন ও রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে একজন করে ভর্তি রয়েছেন।
অন্য ৫ জন বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। ইতোমধ্যে প্রথম শনাক্ত হওয়া দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সিলেটে গতকাল মঙ্গলবার পর্যন্ত মোট ১৪১টি নমুনা পরীক্ষা হয়েছে।