দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

দাঁড়িপাল্লা প্রতীকসহ নিবন্ধন ফিরে পেল জামায়াত

দ্য সিলেট ডেস্ক |

ছবি: সংগৃহীত।

জামায়াতে ইসলামীর জন্য পুরনো প্রতীক ‘দাঁড়িপাল্লা’ পুনরায় বরাদ্দ দিয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে দলটিকে নিবন্ধন ফিরিয়ে দেওয়া হয়েছে। দীর্ঘ আইনি লড়াইয়ের পর নিবন্ধন ও প্রতীক ফিরে পেল দলটি।

মঙ্গলবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে প্রতীকসহ নিবন্ধন ফিরিয়ে দেওয়ার কথা জানানো হয়।

এর আগে, গত ১ জুন রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বাতিল করেন আপিল বিভাগ। একই সঙ্গে দাঁড়িপাল্লা প্রতীকের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে বলে আদেশে বলা হয়।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ