দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

এবার কাতারের আকাশপথ বন্ধ ঘোষণা

দ্য সিলেট ডেস্ক |

ছবি: সংগৃহীত।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে অনির্দিষ্টকালের জন্য আকাশপথ বন্ধের ঘোষণা দিয়েছে কাতার। সোমবার সন্ধ্যায় কাতার সরকার এই সিদ্ধান্ত নেয়।

কাতারের সিভিল এভিয়েশন এক নোটিশে আকাশপথ বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে।

দেশটির সরকার এক বিবৃতিতে জানিয়েছে, কাতার রাষ্ট্রের নাগরিক, অধিবাসী এবং আগত অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাময়িকভাবে দেশের আকাশসীমায় বিমান চলাচল স্থগিত করার ঘোষণা দিয়েছে। এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ, যা অঞ্চলের চলমান পরিস্থিতির ভিত্তিতে গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত, ঢাকা থেকে কাতারের দোহা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং কাতার এয়ারওয়েজ নিয়মিত ফ্লাইট পরিচালনা করে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ