দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

শাবি ছাত্রীকে ‘ধর্ষণে’র ঘটনায় তদন্ত কমিটি গঠন

দ্য সিলেট প্রতিবেদন:

ছবি: সংগ্রহ।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) সহপাঠী কর্তৃক ছাত্রী ধর্ষণের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে প্রশাসন। গতকাল শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আবদুল কাদির বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. মোখলেসুর রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বাকি দুই সদস্য হলেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ সাইফুল ইসলাম এবং অধ্যাপক মো. বেলাল হোসেন সিকদার। তদন্ত কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, গত ২ মে মেসে ডেকে নিয়ে অচেতন করে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণ কর হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার ওই ছাত্রী বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেন। অভিযোগের পরপরই রাত সাড়ে ৯টার দিকে দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করে সিলেট কোতোয়ালি থানা পুলিশ। তারা হলেন সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শান্ত তারা আদনান ও স্বাগত দাস পার্থ।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পরই তাদের আটক করা হয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ