দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

শাবিপ্রবি ছাত্রীকে অচেতন করে ‘ধর্ষণ’, দুই সহপাঠী আটক

দ্য সিলেট প্রতিবেদন |

ছবি: সংগ্রহ।

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক ছাত্রীকে অচেতন করে তার দুই সহপাঠীর বিরুদ্ধে ধর্ষণ ও নগ্ন ভিডিও ধারণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১৯ জুন) রাতে অভিযুক্ত দুই শিক্ষার্থীকে পুলিশ আটক করেছে।

আটকরা হলো বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ সেশনের শিক্ষার্থী শান্ত তারা আদনান এবং স্বাগত দাস পার্থ। তারা দুজনে ভুক্তভোগী ছাত্রীর সহপাঠী বলে জানা গেছে।

ভুক্তভোগী শিক্ষার্থীর অভিযোগ, গত ২ মে সন্ধ্যারাতে সহপাঠী শান্ত তারা আদনান এবং স্বাগত দাস পার্থের সঙ্গে শহরের কনসার্টে যাচ্ছিলেন ওই ছাত্রী। কনসার্টে যাওয়ার পূর্বে তারা ওই ছাত্রীকে সুরমা এলাকার একটি মেসে নিয়ে যান। এ সময় ভুক্তভোগী শিক্ষার্থীকে অচেতন করে ধর্ষণ করেন আদনান এবং পার্থ। একইসাথে এই ঘটনার ভিডিও এবং মেয়েটির নগ্ন ছবি ধারণ করেন। ওইসকল ভিডিও ও নগ্ন ছবি দেখিয়ে আদনান এবং পার্থ নিয়মিত তাকে ব্ল্যাকমেইল করছিলেন। ঘটনা জানাজানি করলে ভিডিও ও ছবি অনলাইনে ছেড়ে দেওয়ার হুমকিও দেন।

গতকাল বৃহস্পতিবার বিকেলে ভুক্তভোগী ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর ধর্ষণের লিখিত অভিযোগ করেন। পরে প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে পুলিশকে জানান। পরে পুলিশ আদনান এবং পার্থকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ওসি মো. জিয়াউর হক জিয়া বলেন, অভিযুক্ত দুই ছাত্রকে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশে আপাতত তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে এখনো মামলা দায়ের হয়নি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান বলেন, ‘বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী শ্লীলতাহানির বিষয়ে অভিযোগ করেন। অভিযোগের প্রেক্ষিতে ঘটনার সত্যতা পেয়েছি আমরা। মামলার বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ