দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রস্তুতি চলছে

দ্য সিলেট ডেস্ক |

ছবি: সংগ্রহ।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। শুক্রবার সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

আমির খসরু বলেন, খুব শিগগিরই তারেক রহমান দেশে ফিরবেন। বিএনপিসহ দেশের সব মানুষ তার জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রস্তুতিও চলছে।

পোস্টার বাতিল, নির্বাচন সংক্রান্ত আরপিও সংশোধনের বিষয়ে সব রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন, এমন প্রত্যাশা করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ