দ্য সিলেট

রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২
রবিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৫, ১৩ আশ্বিন, ১৪৩২

ভুমি আত্মসাতের মামলায় সিলেটে দুই জনের ৫ বছরের জেল

দ্য সিলেট প্রতিবেদন :

জাল দলিলে ভুমি আত্মসাতের ঘটনায় বাবলু বখত ও শাহাজ উদ্দিন নামে দুইজনকে ৫ বছর করে কারাদণ্ড প্রদান করেছেন সিলেটের আদালত। বৃহস্পতিবার (১৯ জুন) আলোচিত এ মামলার রায় পড়ে শুনান সিলেটের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ খাইরুল আমীন। তবে রায় ঘোষনার সময় দুই আসামি কাটগড়ায় উপস্থিত ছিলেন না। মামলার রায়ে উভয়কে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং মামার দোকানের বাসিন্দা মৃত গনি বখতের ছেলে বাবলু বখত ও জাফলং আলী নগর গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে শাহাজ উদ্দিন।

মামলার বিবরণে জানা যায়, একটি ভুয়া দলিলের মাধ্যমে ২০১২ সালের ৮ অক্টোবর জাফলংয়ের সোনাটিলার সোনা মিয়ার ১৬৫ শতক ভুমি ক্রয়ের আরেকটি দলিল সৃজন করেন বাবলু বখত ও শাহাজ উদ্দিন। পরবর্তীতে রেকর্ড থেকে সোনা মিয়ার মৌরসী সম্পত্তির মুছে দিতে সাব রেজিস্ট্রার অফিসের বালাম বইয়েরও পাতা পরিবর্তন করা হয়। এরপর সশস্ত্র সন্ত্রাসীদের নিয়ে সোনা মিয়ার সম্পত্তি দখলে নামে বাবলু ও তার সহযোগিরা।

এ ঘটনায় গত ২০১৩ সালের ২৫ ফেব্রুয়ারি সোনা মিয়ার ছেলে খায়রুল মিয়া বাদি হয়ে সিলেট সিনিয়র জুডিশিয়াল চতুর্থ আদালতে বাবলু বখত ও শাহাজউদ্দিনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার এই রায় ঘোষনা করেন আদালত।

রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মামলার বাদি খায়রুল মিয়া। তিনি জানান, এ মামলা দায়ের করার পর তাকে একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। এ রায়ের মধ্য দিয়ে দীর্ঘদিন পরে হলেও ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ