দ্য সিলেট

মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২
মঙ্গলবার , ১৮ নভেম্বর, ২০২৫, ৩ অগ্রহায়ণ, ১৪৩২

সিলেটে আরও একজনের করোনা শনাক্ত, আক্রান্ত ৪

দ্য সিলেট প্রতিবেদন |

ছবি: সংগ্রহ।

সিলেটে করোনাভাইরাসে আক্রান্ত আরও একজন রোগী শনাক্ত হয়েছেন। তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে সিলেটে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৪ জনে দাঁড়ালো।

বুধবার (১৮ জুন) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আনিসুর রহমান।

তিনি দ্য সিলেটকে জানান, গত ২৪ ঘন্টায় সিলেটে আরও একজন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তি পুরুষ। তিনি সিলেট হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে তাকে শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি করা হয়।

নতুন করে আক্রান্ত হওয়া একজন নিয়ে এখন পর্যন্ত সিলেটে ৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৩ জন শহিদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ও একজন নর্থ ইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আক্রাদের মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন নারী।

সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ